আমুদরিয়া নিউজ : লাড্ডু মহোৎসবের সময়ে একটি কাঠের মঞ্চ ভেঙে পড়ে অন্তত ৭ জন ভক্তের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উত্তরপ্রদেশের বাগপতের ঘটনা। মঞ্চের তলায় অন্তত ৬০ জন চাপা পড়েন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। অন্তত ৩০ জন গুরুতর জখম বলে জানা গিয়েছে। ৩০ বছর ধরে ওই লাড্ডু মহোৎসব হয় বাগপতে। এবারও সেই উপলক্ষ্যে ভক্তদের পর্যায়ক্রমে ওঠার জন্য কাঠের মঞ্চ তৈরি হয়েছিল।
সেটি অত্যধিক ভিড়ের চাপে ভেঙে পড়ে।