আমুদরিয়া নিউজ : নিষিদ্ধ হওয়ার পরেও বিহারে গোপনে চলছে বিষমদের রমরমা ব্যবসা। উল্লেখ্য ২০১৬ সালে রাজ্যকে নেশামুক্ত করার উদ্দেশ্যে মদ বিক্রি নিষিদ্ধ করেছিলেন নীতিশ কুমার। কিন্তু তবুও গোপনে চলছিল এই চোলাই মদের কারবার।
এবার ফের বিষমদের প্রকোপে মৃত্যু হলো ৭ জনের।মৃত্যুর নেপথ্যে কি শুধুই বিষমদ নাকি অন্য কিছু রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে দিন দিন চোলাই মদের এই অবাধ কারবার চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।