আমুদরিয়া নিউজ : দ্বীপরাষ্ট্র হাইতিতে জঙ্গি হামলা চলছেই। বৃহস্পতিবারও সে দেশে জঙ্গিরা হামলা চালিয়ে অন্তত ৭০ জনকে খুন করেছে। যার মধ্যে ১০ জন মহিলা, ৩টি শিশু রয়েছে বলে রাষ্ট্রসঙ্ঘের একটি সূত্রে জানানো হয়েছে। চলতি বছরে হাইতিতে এই নিয়ে জঙ্গি হামলায় প্রায় ৩৭৫০ জনের মৃত্যু হল বলে রাষ্ট্রসঙ্ঘ সূত্র জানিয়েছে।
বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হাইতিতে অপরাধ চক্র সক্রিয়। তারা দেশের নিয়ন্ত্রণ নিতে চাইছে।