সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৬ জানুয়ারি: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে রবিবার সারা দেশের সাথে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হলো ছিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস। আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলাশাসক আর বিমলা। উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার ওয়াই রঘুবংশী সহ জেলা প্রশাসনের আধিকারিকগন সহ জেলার বিশিষ্ট ব্যক্তিগন।জাতীয় পতাকা উত্তোলন এর পর কুচকাওয়াজ এর মাধ্যমে পতাকাকে অভিবাদন জানানো হয়।এরপর নানা কুচকাওয়াজ, প্যারেড সহ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
