আমুদরিয়া নিউজ : ডোমিনিকান রিপাবলিকের একটি নাইটক্লাবের ছাদ ধসে পড়ায় নিহত ৭৯-এর ও বেশি মানুষ। জানা গিয়েছে, সেখানে প্রাক্তন মেজর লীগ বেসবল তারকা এমএলবি পিচার অক্টাভিও ডোটেলও ছিলেন। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে যে ঘটনার সময় ক্লাবটিতে ৫০০ থেকে ১,০০০ জন লোক ছিল। ঘটনাটি মঙ্গলবার ভোরের। প্রেসিডেন্ট আবিনাদার ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।
