আমুদরিয়া নিউজ : নাইজেরিয়ার দুর্নীতি বিরোধী তদন্তকারী সংস্থা আন্তর্জাতিক অনলাইন জালিয়াতির অভিযোগে একসঙ্গে ৭৯২ জনকে গ্রেফতার করেছে। অর্থনৈতিক ও আর্থিক অপরাধ কমিশন (EFCC) বলেছে যে ১৪৮ জন চিনা এবং ৪০ জন ফিলিপাইনের নাগরিক। বাকিরা নাইজেরিয়ার। তাদের সকলকে ১০ ডিসেম্বর নাইজেরিয়ার বাণিজ্যিক রাজধানী লাগোসের সাততলা বিগ লিফ বিল্ডিং থেকে আটক করা হয়।
EFCC-এর মুখপাত্র উইলসন উউজারেন-এর মতে, বিলাসবহুল ভবনটি আমেরিকা ও ইউরোপের শিকারদের লক্ষ্য করে একটি কল সেন্টার হিসেবে কাজ করত। প্রতারকরা হোয়াটস অ্যাপ এবং ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে মানুষকে টোপ দিত। বিশেষ করে ক্রিপ্টোকারেন্সিতে রোমান্স বা জাল বিনিয়োগের সুযোগ দিয়ে টাকা লুটত।