আমুদরিয়া নিউজ : বিহারের সারান জেলায় ভেজাল মদ খেয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। কমপক্ষে ২০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিহারের সারানের মুশরাখ থানার আওতাধীন ইব্রাহিমপুর এলাকায় ঘটেছে।
বিহারে ২০১৬ সাল থেকে মদ কেনাবেচা নিষিদ্ধ। সংবাদ সংস্থা জানিয়েছে, তার পর থেকে ভেজাল মদ খেয়ে অন্তত ১৫০ জনের মৃত্যু হয়েছে বিহারে।