আমুদরিয়া নিউজ : একসঙ্গে ৮টি বিরল প্রজাতির বাঁদরের মৃত্যুর ঘটনা ঘটেছে হংকংয়ে। সেখানকার চিড়িয়াখানায় ওই মৃত্যুর ঘটনার পরে তদন্ত শুরু হয়েছে। বুধবার মৃত্যুর ঘটনা সামনে আসে। তার পরে চিড়িয়াখানা সিল করে দেওয়া হয়েছে। একযোগে কি রোগে সেগুলো মারা গেল তা খুঁজতে বিশেষজ্ঞদের ডাকা হয়েছে।
