আমুদরিয়া নিউজ : তেলেঙ্গানার সুড়ঙ্গের ভেতরে আটকে রয়েছেন ৮ শ্রমিক। ঘটনার ৭২ ঘণ্টা পার। তাদের বেঁচে থাকার সম্ভাবনাও কম। উদ্ধারে ডাক পড়ল মুন্না কুরেশির র্যাট হোল মাইনর দলের। মুন্নার নেতৃত্বেই উত্তরকাশির সুড়ঙ্গে আটকে পড়া ৪১ জনকে উদ্ধার করা হয়েছিল। এবারেও তিনি সফল হবেন, এমনই মনে করছেন অনেকে।
