আমুদরিয়া নিউজ : জনসেবা করার ইচ্ছে ক্রমশ যেন বেড়েই চলেছে। অন্তত, মহারাষ্ট্র ও ঝাড়খণ্ড বিধানসভার ভোটে দাঁড়ানোর জন্য যে হারে মনোনয়নপত্র জমা পড়েছে তাতে এমনই মনে হচ্ছে।
মহারাষ্ট্র বিধানসভায় আসন ২৮৮টি। জিতলে ওই সংখ্যক বিধায়ক হবেন। কত মনোনয়ন পত্র জমা পড়েছে সেখানে জানেন!
৮০০০ জন এম এল এ হতে চান! সবাই এমএলএ হয়ে জনসেবা করতে ইচ্ছুক। প্রাথমিকভাবে তাই তো মনে হচ্ছে। ৩০ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। সে দিন বোঝা যাবে কতজন এমএলএ হওয়ার জন্য শেষ অবধি লড়বেন।
২০১৯ সালে মহারাষ্ট্রে যখন ভোট হয়েছিল, সে সময়ে এতজন এমএলএ হওয়ার আগ্রহ দেখাননি। সে বার ৫৫৪৩ জন মননোয়ন পত্র জমা দিয়েছিলেন। শেষ অবধি ৩২৩৯ জন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
এবার সেই সংখ্যাটি দ্বিগুণ। নিশ্চয়ই সকলে জনসেবা করতে চান। না হলে এম এল এ হতে চাইবেন কেন! এর চেয়ে ভাল কোনও উপায় কি জনসেবার জন্য আছে! আগামী 20 নভেম্বর ভোটগ্রহণ হবে। তিন দিন পরে ভোট গণনা হবে।
প্রতিবেদক : এরশাদ মিয়াঁ