আমুদরিয়া নিউজ : আপনারা অনেকেই নিশ্চয়ই জোমাটো, সুইগিতে অর্ডার করেন। খাবার আনান। আপনারা কি জানেন, যে বছর শেষ হতে চলেছে, সেই ২০২৪ সালে সুইগিতে সবচেয়ে বেশি কোন খাবারের অর্ডার হয়েছে!
তা হলে শুনুন, সুইগি বছর শেষে যে রিপোর্ট প্রকাশ্যে এনেছে তা হল, ২০২৪ সালে সবচেয়ে বেশি অর্ডার যে খাবারের জন্য সুইগি পেয়েছে ও সরবরাহ করেছে তা হল বিরিয়ানি।
হ্যাঁ, বিরিয়ানিই এক নম্বর জায়গা দখল করেছে সুইগির প্রাপ্ত অর্ডারে।
কত সংখ্যক অর্ডার হয়েছে!
১ জানুয়ারি ২০২৪ থেকে ২২ নভেম্বর পর্যন্ত হিসেব দিয়েছে সুইগি। সেই অনুযায়ী, ওই সময়ে এই বছরে ৮৩ মিলিয়ন বিরিয়ানির অর্ডার এসেছিল। অর্থাৎ ৮ কোটি ৩০ লক্ষ অর্ডার ছিল শুধু বিরিয়ানিরই। প্রসঙ্গত, জানিয়ে দিই ২০২৩ সালে জোমাটোর অর্ডারের তালিকায় ফার্স্ট হয়েছিল এই বিরিয়ানিই।
হায়দরাবাদে প্রায় ১ কোটি বিরিয়ানির অর্ডার পেয়েছিল সুইগি। বেঙ্গালুরুতে প্রায় ৮০ লক্ষ এবং চেন্নাইয়ে প্রায় ৫০ লক্ষ বিরিয়ানির অর্ডার হয়েছিল।
সুইগি এটাও জানিয়েছে, ভারতে 2024 সালের রমজানের সময়ে তাদের প্ল্যাটফর্মের মাধ্যমে প্রায় ৬০ লক্ষ প্লেট বিরিয়ানির অর্ডার দেওয়া হয়েছিল।
সুইগির বছরের শেষের প্রতিবেদনের আরেকটি আকর্ষণীয় তথ্য হল কলকাতার। সেখানকার একজন ভোজনরসিক ১ জানুয়ারি, ২০২৪-এ ভোর ৪টে বেজে ১ মিনিটে টায় বিরিয়ানির অর্ডার দিয়েছিলেন।
সুইগি আরও জানাচ্ছে, যে রাত ১২ থেকে ২টোর মধ্যে মানে গভীর রাতের রসনাতৃপ্তির জন্য বিরিয়ানি দ্বিতীয় স্থানে। গভীর রাতে বেশি অর্ডার হয়েছে অবশ্য চিকেন বার্গারের।
কিন্তু বিরিয়ানিকে আটকাবে কে!
সুইগি বলছে, ট্রেনে সবচেয়ে ঘন ঘন অর্ডার করা খাবারের অন্যতম। সুইগি ভারতীয় রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন (IRCTC) এর সাথে সহযোগিতা করেছে, যা একটি বিশেষ বৈশিষ্ট্যের মাধ্যমে ট্রেনের রুটে নির্ধারিত স্টেশনগুলিতে খাবার সরবরাহ করার কাজটা মসৃণ করে দেয়।
অবশ্য চিকেন রোলও কম অর্ডার হয়নি ২০২৪ সালে। সুইগি জানাচ্ছে, ২০২৪ সালে, চিকেন রোলের অর্ডার হয়েছে প্রায় ২৭ লক্ষ। চিকেন মোমোর অর্ডার প্রায় ১৬ লক্ষ জন দিয়েছে।
আর আছে আলুভাজা। আলু ফ্রাইয়ের অর্ডার হয়েছে প্রায় ১৩ লক্ষটি। তা হলে বছরের শেষে বিরিয়ানির অর্ডার একটা দেবেন কি না ভাবছেন! নাকি নতুন বছরে দেবেন! তা আপনাদের উপরে ছেড়ে আপাতত বিরিয়ানি সংবাদ শেষ করছি।
বড়দিনের সন্ধে ভাল কাটুক আপনাদের।