আমুদরিয়া নিউজ : সমাজের পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের সঙ্গে নিয়ে জন্মদিন পালন করল সমৃদ্ধ দত্ত ও তার পরিবার। সমৃদ্ধ’র নবমতম জন্মদিনের আনন্দ ভাগ করে নিলেন সমাজে পিছিয়ে পড়া এবং বিশেষ চাহিদাসম্পন্ন মানুষেরা। প্রতি বছরই ছেলের জন্মদিন উপলক্ষে অন্য রকম কিছু করার চেষ্টা করেন দত্ত পরিবারের সদস্যরা।
ভিডিও লিংক: https://youtu.be/yo0w7O1bv9Y
এবছরও কোচবিহারের আবাসনে থাকা বয়স্ক মানুষ এবং এলাকার বিশেষ চাহিদাসম্পন্ন মানুষকে সঙ্গে নিয়ে কেক কেটে জন্মদিন পালন করেন তাঁরা। ছোট্ট শিশু সমৃদ্ধ তার জন্মদিন উপলক্ষে সকলের হাতে একটি করে শীতের কম্বল তুলে দেয়। সেই সাথে তুলে দেয় কেক ও মিষ্টি। সমৃদ্ধর জন্মদিন উপলক্ষে মোট ৩০ জন মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কোচবিহারের বাইক-অক্সিজেন শংকর রায় এই অন্য ধরনের জন্মদিন পালনে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।