আমুদরিয়া নিউজ ব্যুরো : উত্তপ্ত মণিপুরে অন্তত ৯০০ জন কুকি জঙ্গি ঢুকে পড়েছে বলে আশঙ্কা করছে গোয়েন্দা বিভাগ। মণিপুরের সব কটির জেলার পুলিশ সুপারদের কাছে ওই বার্তা পাঠিয়ে বাড়তি সতর্কতা মূলক ব্যবস্থা নিতে বলা হয়েছে।
শুক্রবার দুপুরেই মণিপুরে এক শীর্ষ সরকারি কর্তা জানান, তাঁরা একটি গোয়েন্দা রিপোর্ট পেয়েছেন, যে প্রতিবেশী দেশ মায়াম্মার থেকে ৯০০ কুকি জঙ্গি দফায় দফায় ৩০ জন করে মণিপুরে ঢুকেছে। ওই কুকি জঙ্গিরা ড্রোন বোমা, প্রজেক্টাইল, মিসাইল এবং জঙ্গলে গেরিলা যুদ্ধে পারদর্শী।