আমুদরিয়া নিউজ : জঙ্গল থেকে বেরিয়ে আসা বাইসনের হামলায় মৃত্যু হলো এক ব্যক্তির। জানা গেছে রবিবার সন্ধ্যায় আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের দক্ষিন সাঁতালি গ্রামের বাসিন্দা বুধু ওঁরাও সন্ধ্যার পর মাঠে গরু আনতে যান। সেই সময় বাইসনটি তার উপর হামলা চালায়। হামলায় ঘটনাস্থলেই মৃত্যু ঘটে বুধু ওঁরাও এর।
খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরা। মৃতদেহ উদ্ধার করে নিয়ে যান তারা। বন দপ্তর সূত্রে জানা গেছে সোমবার মৃতদেহ ময়না তদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম অনুসারে সহায়তা প্রদান করা হবে। বুধু ওঁরাও এর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম