আমুদরিয়া নিউজ : বালুরঘাট রেল স্টেশনে চালু হল ডিস প্লে বোর্ড। তাতে স্বস্তিতে যাত্রীরা। কারণ, এতদিন স্টেশনে গিয়ে রেলকর্মীদের কাছে জনে জেনে প্রশ্ন করতে হতো। কোন ট্রেন কখন আসবে, কখন যাবে জানতে ছোটাছুটি করতে হতো। তাই এরকম একটি ব্যবস্থা চালুর দাবি ছিল বহুদিন ধরে।
দুদিন আগে বালুরঘাট রেল স্টেশনে চালু হয় ডিস প্লে বোর্ড। দুটো ডিস প্লে বোর্ড. রয়েছে। একটিতে ট্রেনের নাম, ট্রেন নম্বর এবং প্ল্যাটফর্ম নম্বর ও ট্রেনের সময় জানানো হবে। আরেকটি বোর্ডে প্ল্যাটফর্মের কোথায় কোন কামরা রয়েছে তা জানা যাবে। অর্থাৎ এসি কোচ, স্লিপার কোচের নম্বর সহজেই যাত্রীরা বুঝে তাদের সংরক্ষিত কামরায় উঠতে পারবে।