আমুদরিয়া নিউজ : লস এঞ্জেলেস এর পাহাড়ি এলাকায় আগুনে একটি সম্পূর্ণ সেলিব্রিটি এলাকা পুড়ে ছাই। এই এলাকাটি বিশাল ম্যানশন এবং নামী লোকেদের বাড়ির জন্য বিখ্যাত। এর ফলে হাজার হাজার লোককে সরিয়ে আনা হয়েছে। এই আগুন শুরু হয়েছিল মঙ্গলবার সকালে মোটামুটি সাড়ে ১০টা নাগাদ। এরপরই এটি দ্রুতগতিতে ছড়িয়ে পড়তে থাকে আশেপাশের এলাকায়, যা পুড়িয়ে দেয় একটি বৃদ্ধ হাসপাতাল l এদিন এখানকার সব রোগীদের বিছানাপত্র সহ এম্বুলেন্স করে সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়া হয়। এরপর আগুন রাস্তায় নেমে এলে মানুষজন গাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন।
এই অগ্নিকাণ্ডের ফলে এদিন ৩০ হাজার বাড়ি খালি করা হয় এবং প্রায় ১৩ হাজার বাড়িঘর ঝুঁকিপূর্ণভাবে ছিল। এই বিধ্বস্ত কান্ডের জন্য প্রেসিডেন্ট বাই গভীর শোক প্রকাশ করেছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব যুক্তরাষ্ট্রীয় সাহায্য পাঠানো হবে বলে জানান।