আমুদরিয়া নিউজ : এয়ারপোর্টে হিজাব না পরে হাঁটছিলেন ভদ্রমহিলা। তখন সেখানে উপস্থিত এক ধর্মীয় নেতা তা নিয়ে প্রশ্ন তোলেন। তর্কাতর্কির সময়ে আচমকা মহিলা ধর্মীয় নেতার পাগড়ি খুলে নিজের মাথায় পরেছেন। এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় বাইরাল হয়েছে। ইরানের তেহরানের মেহরাবাদ বিমানবন্দরের ঘটনা। গত রবিবার ও সোমবার সোশাল মিডিয়ায় এটি ভাইরাল হতে শুরু করে।
সেই ভিডিওতে দেখা যায়, ওই মহিলা পাগড়ি খুলে নিজের মাথায় স্কার্ফের মতো করে পরেছেন। তবে ইরানের আইনরক্ষক সংস্থার দাবি, মহিলার মানসিক পরিস্থিতি ঠিক না থাকায় এমন ঘটিয়েছেন। পাশ্চাত্যের অনেকে ওই মহিলার সাহসের প্রশংসা করেছেন।