আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার জেলার মাদারীহাট ব্লকের টোটোপাড়ায় একটি আবাসিক স্কুলের ঊননবনই জন ছাত্র ছাত্রীকে জাতিগত শংসাপত্র দিতে আলিপুরদুয়ার জেলা ও মাদারীহাট ব্লক প্রশাসন বিশেষ উদ্যোগ গ্রহন করে। জানা গেছে জেলা ও ব্লক প্রশাসনের আধিকারিকগন যৌথভাবে বুধবার ঐ স্কুলে যান ও ছাত্র ছাত্রীদের থেকে আবেদনপত্র জমা নেন। বৃহস্পতিবার বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েত দপ্তরে ছাত্র ছাত্রীদের ডেকে নিয়ে এসে তাদের হাতে জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হয়।
উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর মহকুমাশাসক, অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তরের জেলা প্রকল্প আধিকারিক, মাদারীহাটের বিডিও,বল্লালগুড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান। মহকুমাশাসক জানান টোটোপাড়া একটি দুর্গম এলাকা, এখান থেকে জেলা সদর আলিপুরদুয়ার যাতায়াত করা কষ্টকর। একারনে প্রশাসন ছাত্র ছাত্রীদের দোরগোড়ায় পৌঁছে তাদের হাতে এই শংসাপত্র তুলে দিতে বিশেষ উদ্যোগ গ্রহন করে। প্রশাসনের এই উদ্যোগে খুশী অভিভাবকরা।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম