আমুদরিয়া নিউজ: এআই এর যুগে কোনটা সত্যি কোনটা মিথ্যে যাচাই করে নিতে হবে। কিছুদিন ধরেই লস এঞ্জেলেসের অগ্নিকাণ্ডের পর থেকে সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে হলিউড সাইনটি পুড়ে দগ্ধ হয়ে যাওয়ার ভিডিও। যেটা দেখে আসল মনে হলেও আসলে মিথ্যে। এই ল্যান্ডমার্কটি লস এঞ্জেলেসের অগ্নিকাণ্ডের চেয়ে বহু দূরে রয়েছে। এটি একেবারেই অক্ষত আছে। আগুন লাগা অংশটি এই পাহাড় থেকে বহুদূরে আছে বলে খবর।
এই জনপ্রিয় হলিউড সাইনটি ১৯২৩ সালে প্রথম দাঁড় করানো হয়েছিল একটি বিজ্ঞাপনের জন্য। লেখাটা ছিল হলিউডল্যান্ড। পরে ১৯৪৪ সালে এটি শহরকে ডোনেট করে দেওয়া হয় এবং ১৯৪৯ সালে ল্যান্ড লেখাটি সরিয়ে দেওয়া হয়।