আমুদরিয়া নিউজ : শিলিগুড়ির ডাঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে প্রায় ১ কোটি টাকার কোকেন উদ্ধার করেছে স্পেশাল টাস্ক ফোর্সের শিলিগুড়ি শাখা। ওই ঘটনায় সন্দেহভাজন হিসেবে সরতাজ আলমকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, তার বাড়ি থেকেই কোকেন বাজেয়াপ্ত করা হয়েছে। ওই চক্রে আরও কে বা কারা যুক্ত তা নিয়ে তদন্ত চলছে।