আমুদরিয়া নিউজ : পুলিশের গ্রেফতারের হাত থেকে বাঁচতে দক্ষিণ আফ্রিকার একটি পরিত্যক্ত সোনার খনিতে কয়েক মাস ধরে আটকে থাকার পর অন্তত ১০০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ৪০০ জন। ধারণা করা হচ্ছে, তারা অনাহারে ও ডিহাইড্রেশনে মারা গেছেন। সোমবার খনি শ্রমিকদের প্রতিনিধিত্বকারী একটি দল এই তথ্য জানিয়েছে। পুলিশ তাদের বের করে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
দুই মাস আগে এই খনি ঘিরে পুলিশ ও খনি শ্রমিকদের ঝামেলা শুরু হয়। কর্তৃপক্ষ খনিটি সেই সময় সিল করে দিয়েছিল। শ্রমিকদের বের করে আনার চেষ্টা চালানো হলেও গ্রেফতারের ভয়ে শ্রমিকরা খনির ভেতরে নানা এলাকায় লুকিয়ে পড়েন।। এরপর থেকে তারা সেখানেই আটকা পড়ে যায়। উদ্ধার করা কিছু শ্রমিকের সঙ্গে একটি মোবাইল ফোন পাওয়া গেছে। সেই ফোনের ভিডিওতে দেখা যায়, কিছু মৃতদেহ একটি ব্যাগে মোড়ানো অবস্থায় রয়েছে। দ্বিতীয় ভিডিওতে কিছু খনি শ্রমিকের ক্ষতবিক্ষত দেহ দেখা যায়। তবে তারা এখনও জীবিত।
তাদের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, খালি গায়ে অনেক শ্রমিক নোংরা মেঝেতে বসে আছেন। তাদের মুখ আবছা করে দেওয়া হয়েছে।ক্যামেরার বাইরে কারও গলা শোনা যাচ্ছে, তঁরা খাবার চাইছেন। ওই ভিডিওতে বলা হয়, খনিতে কীভাবে লোক মারা যাচ্ছেন সেটা দেখে নিন এবং উদ্ধার করতে সাহায্য করুন। ওই ভিডিও সোশাল মিডিয়ায় এলে উদ্ধার শুরু হয়। খনির মধ্যে একটি খাঁচা নামিয়ে উদ্ধার শুরু হয়। শতাধিক দেহ ওঠানো হয়।