আমুদরিয়া নিউজ : এক সপ্তাহের বেশি সময় ধরে দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেলস। পুড়ে ছাই সাধারণ জনতা থেকে সেলিব্রিটিদের বাড়ি। এমনকি অস্কার-গ্র্যামির মতো অনুষ্ঠানও পিছিয়ে দিতে হয়েছে। এদিকে ২০২৮ সালে এখানেই বসবে অলিম্পিকের আসর। দাবানলের জেরে আদৌ লস অ্যাঞ্জেলসে অলিম্পিক হবে কিনা তা নিয়েই চিন্তিত সকলে। অলিম্পিকের সময়েও যে এমন ভয়ানক ঘটনা ঘটবে না সেটা কে নিশ্চিত ভাবে বলতে পারে?