আমুদরিয়া নিউজ : আমেরিকার সংবিধানে ক্ষমতাসীন প্রেসিডেন্টের বিরুদ্ধে বিচার করা নিষিদ্ধ বলে ডোনাল্ড ট্রাম্প একটি অপরাধমূলক অভিযোগ থেকে ছাড় পেয়েছেন বলে দাবি করলেন সে দেশের বিচার বিভাগের এক প্রতিনিধি। তাঁর রিপোর্টে তিনি লেখেছেন, ২০২০ সালের প্রেসিডেন্ট ভোটে হেরে জবরদস্তি ফল পাল্টে দেওয়ার চেষ্টা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি যদি এবার পুনর্নির্বাচিত না হতেন তা হলে ওই অপরাধে দোষী সাব্যস্ত হতেন বলে রিপোর্টে উল্লেখ রয়েছে। ওই তদন্তের তদারকিতে থাকা স্পেশাল কাউন্সেল জ্যাক স্মিথ তাঁর প্রতিবেদনে লিখেছেন, ট্রাম্পের বিরুদ্ধে যে প্রমাণ ছিল, তার বিচার চালিয়ে যাওয়া এবং তাকে দোষী সাব্যস্ত করার জন্য যথেষ্ট ছিল। অবশ্য ডোনাল্ড ট্রাম্প যা শোনার পরে প্রতিক্রিয়া জানিয়েছেন, স্মিথ একটা পাগল এবং তদন্তে তিনি ভুয়ো তথ্য দিয়েছেন।
