আমুদরিয়া নিউজ:
“স্নেহা নামের একটি মেয়ে ( নাম পরিবর্তিত) কিছুদিন আগে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করতেই একজন কমেন্ট করে ‘ম্যাডাম দেখতে তো হাতি লাগছে, জিম এ যান’, কমেন্টটি পড়েই হতাশ হয়ে পড়ে সে এবং কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত একাউন্ট বন্ধ করে দেয়।”
” আমার আরেক বান্ধবী সানভি , সোশ্যাল মিডিয়ায় বেশ এক্টিভ। কয়েকমাস আগেই মেসেঞ্জার এ একজনের সাথে পরিচয় হয় তার….কিছুদিনের মধ্যেই খুব ভালো বন্ধুত্ব গড়ে ওঠে তাদের মধ্যে। কিছুদিন যাওয়ার পর ছেলেটি ওকে খুব কুরুচিকর ভাবে ওর একটা ছবি পাঠাতে বলে। বিষয়টি আন্দাজ করতেই ছেলেটিকে তৎক্ষণাৎ ব্লক করে দেয় সে.. পরে অন্য আরেকটি একাউন্ট থেকে আবার মেসেজ করে ছেলেটি। বুঝতে পেরেই সে আবার তাকে ব্লক করে।”
“প্রায় এক বছর আগে বাইরের রাজ্যের এক ছোটপর্দার অভিনেত্রীকে মেসেঞ্জারে একজন তার নগ্ন ও অশালীন ছবি পাঠিয়ে কুপ্রস্তাব দিয়ে ব্ল্যাকমেইল করছিল। দীর্ঘদিন ধরে এমন চলার পরে অবসাদে তিনি আত্মহত্যা করেন।”
ওপরের তিনটি চরিত্রের নাম পাল্টালেও এমনই ঘটেছে তাঁদের রিয়েল লাইফে। আগে রাস্তায় সিটি মেরে, বাজে ভাবে ডেকে বুলিং করা হতো। তবে এখন তার প্রভাব সোশ্যাল মিডিয়াতেও দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় কুমন্তব্য, কুপ্রস্তাব দেওয়া এসব ঘটনাকেই ‘ডিজিটাল বুলিং’ বলে। আর আপনারাও যে এর শিকার হবেন না তার গ্যারান্টি নেই। তবে এরকম পরিস্থিতে ঘাবড়াবেন না , শুধু সতর্ক থাকুন।
ডিজিটাল বুলিং থেকে বাঁচতে এই সাবধানতা গুলি মেনে চলাই আবশ্যক
১. কোনো অপরিচিত ব্যক্তি কোনো অজানা লিংক , ছবি বা ভিডিও পাঠালে তাতে ক্লিক করবেন না
২.কোনো ব্যক্তি আপনার যতই পরিচিত হোক না কেন, নিজের প্রাইভেট ছবি তাকে পাঠানো থেকে বিরত থাকুন।
৩.ছবি বা ভিডিওর কমেন্টে কুমন্তব্য এলে এড়িয়ে চলুন বা তার অ্যাকাউন্টটিতে রিপোর্ট করুন।
৪.মেসেজ এ কেউ কুপ্রস্তাব দিলে কোনো দ্বিধা ছাড়াই পরিবারকে জানান। বিষয়টি হাতের বাইরে যাচ্ছে মনে হলে পুলিশকে জানান।
৫) মনে রাখবেন সাইবার অপরাধ মোকাবিলায় কড়া আইন রয়েছে। আপনার প্রাইভেট লাইফে কেউ আপনার অনুমতি ছাড়া ঢুকতে পারে না। আপনার সোশাল মিডিয়া অ্যাকাউন্টেও কেউ আপনাকে মানসিকবাবে আঘাত দিতে পারে এমন কোনও মন্তব্য করতে পারেন না। অশ্লীল মেসেজ, অশ্লীল ছবি দিলে তা শাস্তিযোগ্য অপরাধ।
হ্যাঁ, সাইবার আইন অনুযায়ী কোনো ব্যক্তি আপনার ব্যক্তিগত জীবন বা সোশ্যাল প্রোফাইল এ কোনো রকম হস্তক্ষেপ করতে পারবে না। তাই উপরের কোনো ঘটনা যদি ভুলবশতও আপনার সাথে ঘটে তা হলে কে কি ভাববে তা না ভেবে পরিবারকে ও পুলিশকে জানাবেন।