আমুদরিয়া নিউজ : এসএসসি দুর্নীতি মামলায় প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি শেষ হল না। ফের তারিখ পড়ল। আগামী ২৭ জানুয়ারি সুপ্রিম কোর্টে সেই শুনানি হবে। ওই মামলায় কলকাতা হাইকোর্ট প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করেছিল। তার উপরে স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। যোগ্য ও অযোগ্যদের বাছা যাবে কি না তা নিয়ে প্রশ্ন ওঠে। তা নিয়েই শুনানি চলছে।