আমুদরিয়া নিউজ : হ্যাঁ, অবাক হবেন না। এমনই সরকারি নির্দেশ জারি হয়েছে। না, ভারতে নয়। এ হল সংযুক্ত আরব আমিরশাহীর রাজধানী আবুধাবির সরকারি নির্দেশ। আবুধাবি ডিপার্টমেন্ট অব নলেজ অ্যান্ড এডুকেশন শুক্রবার এক নির্দেশে জানিয়ে দিয়েছে, এখন থেকে সেখানে কোনও শিশুর বয়স ১ দিন হলেই নার্সারি স্কুলে নাম লেখানো যাবে। স্কুল কর্তৃপক্ষ ভ্যাকসিনেশন সার্টিফিকেট নেই বলে ফেরাতে পারবে না। নাম লেখানোর পরে এক বছরের মধ্যে সেই সার্টিফিকেট দিলেই হবে। কোনও নার্সারি স্কুলের আসন সংখ্যা যতক্ষণ ফাঁকা থাকবে কেউ শিশুর নাম লেখাতে গেলে নথিভুক্ত করতেই হবে। ফেরানো যাবে না।
তবে আসন পূর্ণ হলে একটি পূর্ব নির্ধারিত প্রক্রিয়ায় যাঁরা নাম লিখিয়েছেন তাঁদের থেকে বাছাই করতে হবে। ১ দিনের শিশুর নাম লেখানোর পরে নির্দিষ্ট সময়ে সে ওই স্কুলে যাতায়াত শুরু করবে। এতে শিশুটিকে ভর্তি করানোর জন্য কোনও দুশ্চিন্তা বা ছোটাছুটি করতে হবে না। আবুধাবির সরকারি কর্তারা জানান, প্রতিটি শিশুর ভর্তি ও একেবারে শৈশব থেকে শিক্ষা নিশ্চিত করতেই এই নির্দেশ জারি হয়েছে।