আমুদরিয়া নিউজ : প্রায় দশ বছরের বেশি সময় ধরে অন্তত ২০০ রোগীর ওপর যৌন অত্যাচারের অভিযোগ উঠল আমেরিকার এক চিকিৎসকের বিরুদ্ধে। অভিযুক্ত চিকিৎসকের নাম ডেরিক টড।
অভিযোগ করা হয়, প্রয়োজন ছাড়াই রোগীদের শ্রোণীদেশের থেরাপি এবং স্তন ও জননেন্দ্রিয়ের পরীক্ষা করেছেন তিনি। ২০১০ সাল থেকেই এমন নির্যাতন শুরু করেন তিনি। চিকিৎসককে ভুক্তভোগীদের কাছ থেকে দূরে থাকার ও তাঁদের সঙ্গে কোনো যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর পাসপোর্ট ও চিকিৎসা সংক্রান্ত সব অনুমতিপত্র বাতিল করেছে সেই দেশের আদালত।