আমুদরিয়া নিউজ : জম্মু ও কাশ্মীরের রাজৌরি এলাকায় অজানা জ্বরের আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সংবাদ সংস্থা জানিয়েছে, সেখানে গত দেড় মাসে অজানা জ্বরে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ইন্সটিটিউট অব ভাইরোলজি থেকে বিশেষজ্ঞরা নমুনা নিয়ে খতিয়ে দেখছেন। রাজৌরি জেলা জুড়ে বাড়তি সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। ওই রোগে আক্রান্তের সংখ্যা এখন ১০ জন। ওই এলাকার ঘরে ঘরে সমীক্ষা শুরু হয়েছে।
নমুনা সংগ্রহ হচ্ছে। জেলা প্রশাসন দাবি করেছে, শীঘ্রই পরিস্থিতি পুরোপুরি আয়ত্বে চলে আসবে।