আমুদরিয়া নিউজ : উত্তর দিনাজপুরের পাঞ্জিপাড়ায় পুলিশকে গুলি করে পলাতক আসামি সাজ্জাক আলমকে পালাতে মদত দেওয়ার অভিযোগে শেখ হজরত নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল সাজ্জাক পুলিশকে গুলি করে কিছুটা দৌড়ে ওই হজরতের বাইকে উঠেছিল। কিন্তু আরেক আসামী আবদুল ওরফে আওয়াল এখনও ফেরার। সাজ্জাককে পুলিশ শনিবার এনকাউন্টারে মেরেছে। আওয়ালের খোঁজ চলছে।