আমুদরিয়া নিউজ : প্রায় ১৫ মাস ধরে চলতে থাকা ইজরায়েল ও হামাসে যুদ্ধ সাময়িকভাবে থামল। রবিবার যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হল। সেই চুক্তি মতো প্রায় দেড় বছর বন্দি দশা কাটিয়ে তিন ইজরায়েলি ঘরে ফিরলেন। ১৯ জানুয়ারি তিন বন্দিকে রেডক্রশের হাতে তুলে দিয়েছে হামাস। উল্টোদিকে, ৯০ জন প্যালেস্টাইনের নাগরিককে মুক্তি দেয় ইজরায়েল। ৪২ দিনের যুদ্ধবিরতিতে ধাপে ধাপে মুক্তি দেওয়া হবে বাকি সব বন্দিকে।
বিস্তর আলোচনার পরে কাতার, মিশর ও আমেরিকার উদ্যোগে গাজা ও ইজরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে।