আমুদরিয়া নিউজ : দীর্ঘ পাঁচ মাস পর অবশেষে আরজি কর ধর্ষণ কাণ্ডের দোষী সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল আদালত। গত বছর ৯ আগস্ট , হাসপাতালের সেমিনার হল থেকে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তে জানা যায় ধর্ষণ করে খুন করা হয় তাঁকে। ১০ আগস্ট ঘটনায় মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করা হয়। ১২ আগস্ট মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়িতে যান। ১৪ আগস্ট থেকে বিচারের জন্য নারীরা রাত দখলে নামেন । ১৮ই আগস্ট সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়। ১১ নভেম্বর শিয়ালদহ আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। গত ১৮ জানুয়ারি আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
শিয়ালদহ আদালতের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট অনির্বাণ দাস সাজা ঘোষণার সময় বলেন, এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম শ্রেণিতে পড়ে না। এই ঘটনায় যে ৩টি ধারায় সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছিলেন ৩টি ধারাতেই তাকে আমৃত্যু কারাদণ্ডের সাজা শুনিয়েছেন বিচারক। সঙ্গে নির্যাতিতা চিকিৎসকের পরিবারকে ১৭ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। তা দেবে রাজ্য সরকার। কিন্তু, নিহতের মা-বাবা ক্ষতিপূরণ নিতে রাজি নন।