আমুদরিয়া নিউজ : আলিপুরদুয়ার এর হাসিমারা বায়ুসেনা ছাউনিতে হেলিকপ্টার করে মঙ্গলবার বিকালে পৌঁছলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বায়ুসেনা ছাউনি থেকে গাড়ি করে বেরিয়ে তিনি রওনা হন মালঙ্গি লজের উদ্দেশে। সেখানেই তিনি রাত্রিবাস করে বুধবার আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভা করবেন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক কর্তাদের সাথে। এ ছাড়াও আরও বেশ কিছু কর্মসূচি রয়েছে। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী কালচিনির সুভাষিণী চা বাগান ময়দানে সভা করে বিভিন্ন সরকারি পরিষেবার শংসাপত্র তুলে দেবেন উপভোক্তাদের হাতে। উদ্বোধন করবেন বিভিন্ন সরকারি প্রকল্পের। হাসিমারা থেকে মালঙ্গি যাবার পথে হাসিমারা গুরুদোয়ারার সামনে গাড়ি দাঁড় করিয়ে প্রসাদ গ্রহণ করেন। বেশ কয়েকজনের সাথে কথা বলেন। তাঁকে স্বাগত জানান উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামী, আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়শনের সভাপতি সুহৃদ মজুমদার, সহ প্রশাসনিক কর্তারা। হাসিমারা গুরুদুয়ারাতে সুজির হালুয়া প্রসাদ খান মুখ্যমন্ত্রী। সেখানে উপস্থিত শিখ সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেন। বেশ আনন্দে সুজির হালুয়া খেতে দেখা যায় তাঁকে। পাশাপাশি শিশুদের সঙ্গে খোশ মেজাজে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। শিশুদের আদর করার পাশাপাশি তাদের আশির্বাদ করেন তিনি। আলিপুরদুয়ার জেলায় প্রশাসনিক সভা রয়েছে মুখ্যমন্ত্রীর।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম