আমুদরিয়া নিউজ : বুধবার ট্রেনের এমন দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের জলগাওয়ে। পুষ্পক একপ্রেসে কামরায় আগুন লাগার গুজব শুনে ট্রেন থেকে ঝাঁপ দেন ১৩ জন যাত্রী । অপর দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেসের চাপা পড়ে মৃত্যু হয় তাদের। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে।