আমুদরিয়া নিউজঃ পাখিদের স্বর্গরাজ্য বলে পরিচিত কোচবিহার জেলার তুফানগঞ্জের রসিকবিলে শুরু হল পাখি শুমারি। নৌকায় চেপে শুরু হল এই পাখিশুমারি। শুক্রবার থেকে পাখিশুমারির দায়িত্বে থাকা সংস্থার সদস্যরা এবং বনদপ্তর যৌথভাবে এই শুমারি কাজ শুরু করে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, এবছর জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য এই পাখি শুমারিতে অংশগ্রহণ করেছেন।
সংশ্লিষ্ট সংস্থার সদস্য ও বন দফতরের কর্মীরা কয়েকটি টিমে ভাগ হয়ে এই পাখি শুমারির কাজ করেন। জানা গিয়েছে,গত বছর ৫৩ টি প্রজাতির প্রায় সাড়ে ৬ হাজার পাখির দেখা মিলেছে। এবছর প্রাথমিকভাবে দুই-একটি প্রজাতির পাখির সংখ্যা বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। মূলত জল ও জলের উপর নির্ভরশীল পাখির বার্ষিক গণনা এদিন করা হয় বলে জানা গিয়েছে। এবছর রসিক বিলে উল্লেখযোগ্য পাখি হিসেবে দেখা মিলেছে ব্ল্যাক হেডেড আইবিস। এই পাখিটি বিগত দিনগুলিতে রসিকবিল এলাকায় দেখা যায়নি বলে পরিবেশ প্রেমীরা জানিয়েছেন। তবে বিজ্ঞানসম্মত ভাবে রসিক বিলের সংস্কারের ফলে এবছর পাখির সংখ্যা বাড়বে বলে মনে করছেন পরিবেশবিদ ও পক্ষী প্রেমীরা। শুক্রবার পাখি শুমারিতে বেশ উৎসাহের সঙ্গে অংশ গ্রহন করতে দেখা যায় কোচবিহারের পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্যকে। দূরবিনের সাহায্যে বিভিন্ন ধরণের পাখিদের প্রত্যক্ষ করতে দেখা যায় তাঁকে। এই ধরণের অভিজ্ঞতা সঞ্চয় করে স্বভাবতই উচ্ছসিত তিনি।