আমুদরিয়া নিউজ : বাংলাদেশের খুলনায় সে দেশে বসবসকারী একজন এমবিএ ছাত্রকে গুলি করে মারা হয়েছে। মৃতের নাম অর্ণব সরকার (২৬)। শুক্রবার রাতে ৯টা নাগাদ খুলনার তেঁতুলতলা মোড় এলাকাযর ঘটনা।তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পড়তেন।
অভিযোগ শোনা গিয়েছে, তিনি চিন্ময়কৃষ্ণ প্রভুর সমর্থনে সরব হয়েছিলেন বলেই তাঁকে খুন করা হয়ে থাকতে পারে। সংবাদ মাধ্যম জানিয়েছে, অভিযোগের পক্ষে অবশ্য কোনও প্রমাণ এখনও পাওয়া যায়নি বলে সে দেশের পুলিশের দাবি।