আমুদরিয়া নিউজ : কৃষ্ণনগর থেকে সাইবার প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। উদ্ধার হয়েছে ৭৪ লক্ষ টাকা, দুটি ল্যাপটপ ও দুটি মোবাইল। খবর মেলে, প্রতারকরা এক মহিলার থেকে ৬৬ লক্ষ টাকা আদায় করেছিল। পুলিশ জানিয়েছে, এ ধরনের প্রতারণা থেকে বাঁচতে সকলকে আরও সচেতন হতে হবে।
