সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৫ জানুয়ারি: আলিপুরদুয়ার জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার জেলা প্রশাসনের মুখ্য কার্যালয় ডুয়ার্স কন্যায় আয়োজিত হয় জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার এর জেলাশাসক আর বিমলা, অতিরিক্ত জেলাশাসক স্বাস্থ্য, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক, জেলা হাসপাতাল সুপার, বেসরকারি হাসপাতাল ও নার্সিং হোম সহ ল্যাবরেটরি গুলির পরিচালক মন্ডলী ও প্রতিনিধিগন। জেলাশাসক আর বিমলা জানান জৈব চিকিৎসা বর্জ্য দিন দিন গুরুতর সমস্যায় পরিণত হচ্ছে। এই বর্জ্য সঠিকভাবে অপসারন ও প্রক্রিয়াকরনের মাধ্যমে নষ্ট না করতে পারলে পরিবেশ দূষণ ঘটে যা সভ্যতার বিপদ ডেকে আনবে। জৈব চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনা তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এদিনের বৈঠকে জৈব চিকিৎসা বর্জ্য অপসারন ও সঠিকভাবে প্রক্রিয়াকরনের মাধ্যমে যাতে নষ্ট করা যায় সেসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে ও বেশ কিছু প্রস্তাব গ্রহন করা হয়েছে বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম ও ল্যাবরেটরি গুলির প্রতিনিধিদের এই বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে করতে বলা হয়েছে বলে জানান জেলাশাসক।