আমুদরিয়া নিউজ : ইংল্যান্ডে এক নাচের কর্মশালায় তিন শিশুকে হত্যার ঘটনায় দায়ে এক ব্রিটিশ তরুণকে ৫২ বছরের কারাদণ্ড দিয়েছে সে দেশের আদালত। হত্যার সময়ে তরুণের বয়স ছিল ১৭ বছর। তাই তাকে যাবজ্জীবন দেওয়া হয়নি। তবে সে কোনদিন জেল থেকে মুক্তি পাবে না বলে জানানো হয়েছে। ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার ওই ঘটনাকে সে দেশের ইতিহাসে সবচেয়ে আতঙ্কজনক মুহূর্তের একটি হিসেবে উল্লেখ করেছিলেন। গত বছরের জুলাই মাসে নাচের কর্মশালায় দোষী ছেলেটি ওই কাণ্ড ঘটায়। তার জেরে ব্রিটেনে কয়েক দিন ধরে দাঙ্গা চলে।
