আমুদরিয়া নিউজ : মহাকুম্ভে কোনও ভেদাভেদ নেই। মহাকুম্ভের একটাই বার্তা, তা হল , ঐক্য ও অখণ্ডতার। এ কথা বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি এটাও বলেছেন, এই ঐক্যের বার্তা সনাতন ধর্মকে এবং দেশকে শক্তিশালী করবে। যোগী আদিত্যনাথ একটি সংবাদ সংস্থাকে বলেছেন, এমন মহামিলনস্থল জাতি, ধর্ম, সম্প্রদায় বা লিঙ্গের ভিত্তিতে বৈষম্য করে না বা করতে পারে না। জাতি-ধর্ম-লিঙ্গ নির্বিশেষে প্রয়াগরাজে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর সঙ্গমস্থলে স্নান করতে পারেন।
