আমুদরিয়া নিউজ : প্রজাতন্ত্র দিবসের সন্ধ্যায় জমজমাট ফাইনাল ম্যাচ উপভোগ করলেন কোচবিহারের ক্রিকেট প্রেমী মানুষ। এদিন কোচবিহারের এমজেএন স্টেডিয়ামে হেরিটেজ কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। নৈশালোকে এই জমজমাট ম্যাচ দেখতে জেলার বিভিন্ন প্রান্ত থেকেও অনেক মানুষ এসেছেন। কোচবিহার শহর ও সংলগ্ন গ্রাম থেকেও প্রচুর ক্রিকেট প্রেমী মানুষ এদিন মাঠে উপস্থিত ছিলেন। এই ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল শহরের দুটি দল ঠাকুর ওয়ারিয়র্স বনাম হরিজন যুব সংঘ। উল্লেখ্য জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ২৫ ডিসেম্বর থেকে এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছিল। এতে ২৫৬ টি দল অংশ নিয়েছিল। কোচবিহার শহর ও ৮ টি অঞ্চলে র ২৫ টি মাঠে এই খেলা পর্যায়ক্রমে অনুষ্ঠিত হয়। এদিন ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। এই ম্যাচ ঘিরে ব্যাপক উন্মাদনা দেখা যায় দর্শকদের মধ্যে। ম্যাচ শুরুর আগে জমকালো অনুষ্ঠান হয়।
স্টেডিয়ামে জায়েন্ট স্কিরন লাগানো হয়েছিল। সম্পূর্ণ খেলা লোকাল টিভি চ্যানেলে লাইভ টেলিকাস্ট করা হয়। এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে প্রচুর রান তোলে ঠাকুর ওয়ারিয়র্স। ১৩ ওভারে তাদের স্কোর ১৫০ ছাড়িয়ে যায়। ১৬ ওভারে এদিনের ম্যাচ ছিল। প্রথম থেকেই তারা বিপক্ষ দল হরিজন যুব সংঘকে চাপে রেখেছিল। এদিনের ম্যাচে উপস্থিত ছিলেন এই হেরিটেজ কাপ টুর্নামেন্ট এর মূল কার্যকরতা তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক। এছাড়া জেলা তৃণমূল কংগ্রেসের আরও অনেকে উপস্থিত ছিলেন। এর পাশাপাশি কোচবিহারের অনেক পুরনো ক্রীড়াবিদ এই ম্যাচ উপভোগ করতে উপস্থিত হয়েছিলেন।