আমুদরিয়া নিউজ : সেফ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক প্রচার কোচবিহার জেলা পুলিশের। সোমবার এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে জেলা ট্রাফিক পুলিশের উদ্যোগে একটি পদযাত্রা করা হয়। এদিন কোচবিহারের রাজবাড়ি সংলগ্ন মিনিবাস স্ট্যান্ড এলাকায় পুলিশের পক্ষ থেকে এই সচেতনতামূলক কর্মসূচি নেওয়া হয়। প্ল্যাকার্ড হাতে ট্রাফিক পুলিশ কর্মীরা এই পদযাত্রায় পা মেলান। বিশেষ করে বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট ব্যবহার করতে বলা হয়। চার চাকা গাড়ির ক্ষেত্রে সিট বেল্ট পরা কথা বলা হয়। আর নেশাগ্রস্ত অবস্থায় যে কোন ধরণের যানবাহন চালাতে নিষেধ করা হয়।
এছাড়াও আরও অন্যান্য বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করা হয়।