আমুদরিয়া নিউজ : মঙ্গলবার থেকে উত্তরাখণ্ডে শুরু ৩৮তম জাতীয় গেমস। এর মাঝেই জাতীয় গেমস খেলতে গিয়ে বিপত্তির মুখে বাংলার খো-খো দল। দলের ৩৬ জন খেলোয়াড়ের জন্য ট্রেনে আসন মিলল ৬ টি। একই ট্রেনে থাকা বাংলার মহিলা ফুটবল এবং সাঁতার দলকেও সমস্যায় পড়তে হয়েছে। টিকিট ওয়েটিং লিস্টেই থাকায় কখনও বসে, তো কখনও ট্রেনের মেঝেতে শুয়েই জাতীয় গেমস খেলতে যেতে হয়েছে তাদের।
বেঙ্গল অলিম্পিক সংস্থার কর্তাদের ভূমিকা নিয়ে তাই প্রশ্ন ওঠাই স্বাভাবিক বলে মনে করছেন অনেকে।