আমুদরিয়া নিউজ : পদপিষ্ট হয়ে অন্তত ৩০ জনের মৃত্যুর ঘটনার পরে মেলা প্রাঙ্গণে গাড়ি প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছে উত্তরপ্রদেশ প্রশাসন। যেমন, ভিভিআইপি পাস আপাতত বাতিল করা হয়েছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য করা হবে। যোগী আরও জানান, দুর্ঘটনা এড়াতে আরও বেশি করে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে মহাকুম্ভে।
মর্মান্তিক ঘটনার বিচারবিভাগীয় তদন্তও শুরু হয়েছে। তিন সদস্যের টিম গঠন করে চলছে তদন্ত।
এদিকে, উত্তরপ্রদেশ সরকার, কেন্দ্র সরকার-সহ সব রাজ্যের সরকারকে পক্ষ হিসাবে তুলে ধরে মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে।