আমুদরিয়া নিউজ : ঋদ্ধিমান সাহার কেরিয়ারের শেষ রঞ্জি ম্যাচে প্রথম ইনিংসে লিড নেয় বাংলা। কেরিয়ারের শেষ ম্যাচে মাঠে নামলে আবেগে ভাসাই স্বাভাবিক। কেরিয়ারের শেষ রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে খাতা খুলতে পারেননি। ৭ বল খেলে শূন্য রানেই আউট হন তিনি। শুধু বাংলার ক্রিকেটেই নয়, বরং ভারতীয় তথা আন্তর্জাতিক ক্রিকেটেও ঋদ্ধিমান সাহার অবদান রয়েছে। বিশ্বের অন্যতম সেরা উইকেটকিপারদের মধ্যে একজন বলে বিবেচিত হন ঋদ্ধি। টিম ইন্ডিয়ার হয়ে দুর্দান্ত সব ক্যাচ ধরেছেন তিনি।
আইপিএল এও চুটিয়ে খেলেছেন। তবে, এদিন বাংলার প্রথম ইনিংসে যখন ব্যাট হাতে মাঠে নামেন ঋদ্ধিমান, সতীর্থ ও প্রতিপক্ষ ক্রিকেটাররা গার্ড অফ অনারে সম্মানিত করেন তাকে। আম্পায়াররাও করমর্দন করেন।