আমুদরিয়া নিউজ : বাজেটে একাধিক পণ্যে শুল্ক ছাড়ের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। সস্তা হবে বহু পণ্য, যেমন জীবনদায়ী ওষুধ, মোবাইল, টিভি, ব্যাটারি, মেডিক্যাল সরঞ্জাম, বৈদুতিক গাড়ি, চামড়ার জুতা, বেল্ট প্রভৃতি।
দাম বাড়তে চলেছে ইট, খাদ্য দ্রব্য, সিসি ক্যামেরা, এলপিজি সিলিন্ডার,জেনারেটর, ওয়াটার ফিল্টার প্রভৃতির।