আমুদরিয়া নিউজ : বন লাগোয়া লোকালয়ে ঢুকে পড়েছিল হাতি। দুদিন আগে ক্রান্তি ও মাল ব্লক এলাকায়। হাতিটি একবার ক্ষেপে গিয়ে ওয়াচ টাওয়ারে ধাক্কা মারে। ভিড়ের মধ্যে সেটির লেজ ধরে টানাটানি হয়। সে কাঁটা তারের বেড়াতে গিয়ে ধাক্কা খায়। তাকে তাড়াতে মাঠে থাকা পে লোডার ব্যবহার হয়। সেই ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে। প্রতিবাদে সোচ্চার হন পরিবেশপ্রেমীরা।
পে লোডারটি বাজেয়াপ্ত করে গ্রেফতার করা হয় চালককে।