আমুদরিয়া নিউজ: উত্তরাখন্ডে অনুষ্ঠিত ৩৮ তম জাতীয় গেমস্ এ তিরন্দাজীতে ৭০ মিটার রিকার্ভে পুরুষ ব্যক্তিগত বিভাগে বাংলার হয়ে বৃহস্পতিবার স্বর্ণপদক জয় করলেন মালদা জেলার ২০ বছরের ছেলে জুয়েল সরকার। এখন বাংলার ঝুলিতে এলো মোট ৭ টি স্বর্ণপদক। ফাইনালে তিনি ৬-৪ এর ব্যবধানে ইন্দ্র চাঁদকে হারিয়ে জেতেন।
সেমিফাইনালে চার বারের অলিম্পিয়ান তরুণদীপ রাইকে ৬-২ ব্যবধানে পরাজিত করেছিলেন জুয়েল। বর্তমানে জাতীয় গেমস্ এর মেডেল তালিকায় বাংলা ৭ টি সোনা,৫ টি রূপো এবং ৮ টি ব্রোঞ্জ নিয়ে মোট ২০ টি মেডেল জয় করে ১২ নম্বরে অবস্থান করছে। ৩০ টি সোনা, ১১ টি রূপো, ১৫ টি ব্রোঞ্জ সহ মোট ৫৬ টি মেডেল জয় করে মেডেল তালিকায় প্রথম স্থানে রয়েছে কর্ণাটক।