আমুদরিয়া নিউজ : সোমবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার্থীদের সুবিধার্থে এবং বিভিন্ন সেন্টার ভেনু থেকে আসা অনুরোধের কথা মাথায় রেখে উত্তরবঙ্গের ৫১ টি রুটে বাস পরিষেবা দেবে এনবিএসটিসি। রবিবার সাংবাদিকদের এই পরীক্ষা স্পেশাল বাস পরিষেবার কথা জানান উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায়। এদিন তিনি সংস্থার পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেন। চেয়ারম্যান জানান, বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে তাদের কাছে বাস পরিষেবা দেওয়ার জন্য অনুরোধ এসেছে। যেই ৫১ রুটে স্পেশাল বাস চলবে তার মধ্যে ৪০ টি রুটে তাদের বাস চলে না।
মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা মাথায় রেখে সেইসব রুটে এই বাস পরিষেবা দেওয়া হবে। বাকি ১১ টি রুটে তাদের বাস পরিষেবা রয়েছে। মাধ্যমিক পরীক্ষার জন্য ওইসব রুটে অতিরিক্ত বাস চালানো হবে। পরীক্ষার্থীদের যাতে কোন অসুবিধা না হয় এবং বাস পরিষেবা কোন খামতি না থাকে তার জন্য কনট্রোল রুম খোলা হচ্ছে।