আমুদরিয়া নিউজ : বন দফতরের উদ্যোগে জঙ্গল পথে গাড়ির ব্যবস্থা করা হয় পরীক্ষার্থীদের জন্য। যাওয়ার সময় বন নিয়ে নানা গল্প শোনে পরীক্ষার্থীরা। বাংলা প্রবন্ধের প্রশ্ন দেখেই অবাক ও খুশি হয় তারা। ১০ নম্বরের প্রবন্ধে বন সংরক্ষণ ও সময়ের মূল্য নিয়ে লিখতে বলা হয়। কোন চিন্তা ছাড়াই নিজেদের শোনা বনকর্মীদের কাজ ও জঙ্গল নিয়ে শোনা কথা গুলি প্রবন্ধের আকারে লিখে আসে তারা।
