আমুদরিয়া নিউজ : মেডিকেল স্ক্যান রিপোর্ট ঠিক থাকা সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবেন না বুমরাহ্ । এখন ম্যাচ খেলার জন্য সম্পূর্ণ ভাবে প্রস্তুত কি না সেটা নিয়ে দ্বিধাবোধ আছে এনসিএর মেডিকেল টিম এর । ফলেই তাঁরা অন্তিম সিদ্ধান্ত ছেড়ে দেন বিসিসিআই এবং অজিত আগারকার এর উপরে। তাঁরা এই অবস্থায় বুমরাহ্ কে দলে না রাখার সিদ্ধান্তই গ্রহণ করেন।চ্যাম্পিয়ন্স ট্রফির দলগঠনে বুমরাহ্ এর পরিবর্তে হর্ষিতকে দলে রাখা হয়েছে। এ ছাড়া স্পিনার বরুণ চক্রবর্তীকেও দলে সামিল করা হয়।